নাসিম রুমি: আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন বেশিদিন হয়নি, তবে এরই মাঝে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় বিধ্বংসী ব্যাটার রিংকু সিং। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স তাকে আলোচনায় আনেনি। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন বাগদানের গুঞ্জনের কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে রিংকু বাগদান সেরেছেন বলে খবর ছড়িয়েছে। তবে সেটি নিশ্চিত করেনি দু’পক্ষের কেউই।
ভারতের উত্তরপ্রদেশ মাছলিশহর থেকে সমাজবাদী দলের হয়ে লোকসভার সদস্য হন প্রিয়া সরোজ। তার সঙ্গে রিংকুর বাগদানের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বাবা তুফানি সরোজ। তবে বিয়ের বিষয়ে যে কথাবার্তা চলছে সেই ইঙ্গিত মিলেছে। সংবাদমাধ্যম তিনি জানিয়েছেন, ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। এ নিয়ে বড় জামাতার সঙ্গে আলাপ করছেন তুফানি সরোজ।
অন্যদিকে, ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ক্রিকেট ও রাজনীতি অঙ্গনের দুই তারকার মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে বলেই প্রতিবেদন প্রকাশ করেছে। রিংকুর ভক্তরা সামাজিকমাধ্যমে উভয়কে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এই গুঞ্জন ছড়িয়েছে মূলত রিংকু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে বোনের সঙ্গে একটি ছবি শেয়ার করার পর। যা দেখে জল্পনা শুরু হয়েছে যে, এই ছবিটা রিংকুর বাগদানের সময় তোলা হয়েছিল কি না! যদিও রিংকু ও তার বোন কারও পোস্টেই বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হয়েছেন প্রিয়া সরোজ। তিনি কনিষ্ঠতম এমপিদের মধ্যে একজন। নির্বাচনে জয়ী হওয়ার সময় তার বয়স ছিল ২৫। অন্যদিকে, রিংকু ২৭ বছর বয়সী। এর আগে প্রিয়ার বাবা তুফানি সরোজও একই আসন থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এ ছাড়া আইন নিয়ে পড়াশোনার পর প্রিয়া পেশায় একজন আইনজীবীও।