English

19 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

রাজনীতিতে আসা প্রসঙ্গে যা বললেন তামিম

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তামিমের দুই সতীর্থ সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। স্বাভাবিকভাবেই কৌতূহল আছে, ক্রিকেট তারকাদের মধ্যে খেলার মাঠ থেকে আর কে নামতে পারেন রাজনীতির মাঠে।

বিপিএল দল ফরচুন বরিশালের অনুশীলন শেষে তারকা ক্রিকেটার তামিম ইকবালকে আজ এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রাজনীতির প্রশ্নে কিছুটা ধাক্কা খেলেন এই ওপেনার। নিজেকে সামলে তিনি বলেছেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি না বললাম। এরপর দেখা গেল ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি না বলেছিলাম।’

পরক্ষণেই তিনি জানিয়ে দিলেন রাজনীতি নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। তামিম বলেন, ‘সুতরাং কখনোই কোনো কিছুকে না বলা ঠিক নয়। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’

সাকিব এর মধ্যেই বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তামিমের এমন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে টাইগার এই ওপেনার বলেন, ‘আমার এইসবে কোনো কিছু না। ইউ নেভার নো, ফিউচার আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওই রকম কিছু লিখে রাখেন, সেটা অটোমেটিক্যালি হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন