English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
- Advertisement -

যে রেকর্ড সাকিব ছাড়া আর কারও নেই

- Advertisements -

নাসিম রুমি: মঙ্গলবার (১১ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর থেকেই সাকিব আল হাসানের ভক্তরা প্রহর গুনছিলেন আরেকটি রেকর্ড দেখার জন্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১।

হিসেব করলে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে এদিন সাকিবের দরকার ছিল ২৯ রান। সেই রান ১৫তম ওভারেই ছুঁয়ে ফেলেন তারকা এই অলরাউন্ডার। ২৯ রান সংগ্রহের সেই মুহূর্তেই ভিন্ন এক ক্লাবে প্রবেশ করেন সাকিব, যা আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনো দেখেনি কেউ।

সাকিবই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় যিনি ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন।

সাকিবের ভক্ত কিংবা সাধারণ দর্শকদের মনে একটি প্রশ্ন বাসা বাঁধতেই পারে! এটি কিই-বা এমন অর্জন? তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো কমপক্ষে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের এই ‘ডাবল ক্লাবে’ কেবল সাকিব একাই!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b57g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন