English

26 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
- Advertisement -

যাবেন না রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ইভেন্ট বাতিল

- Advertisements -

নাসিম রুমি: আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে এবার ‘ক্যাপ্টেনস ডে’র প্রোগ্রাম বাতিল করা হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোশ্যুট করে থাকেন। সেই সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়ে থাকে। যে দেশে টুর্নামেন্ট হয়, সেখানেই ফটোসেশন ও প্রেসমিট হওয়ার চল।

যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আট অধিনায়ক এবং ট্রফির ছবি তোলার অনুষ্ঠান পাকিস্তানেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মার থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার ইভেন্ট বাতিলের খবর এলো।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে কম জটিলতা হয়নি। অনেক জলঘোলার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। সেই সঙ্গে পাকিস্তানের জুড়ে দেওয়া শর্ত মেনে আগামী তিন বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যাপারে সমঝোতায় পৌঁছায়।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন