English

26 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

ম্যাচ জয়ের পর খালেদ জানলেন, মা আর নেই

- Advertisements -

নাসিম রুমি: তিন দিন আগেও তিনি নিজের জেলা সিলেটে ছিলেন বিপিএল খেলতে। সিলেট পর্ব শেষে বিপিএল এখন বন্দরনগরীতে। সেখানে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের পরই চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ জানতে পারলেন, তার মা আর নেই। জয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে।

গতকাল রাতে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়েছে চিটাগং কিংস। বল হাতে ২ উইকেট নিয়েছেন খালেদ। ম্যাচ শেষে তিনি জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছিলেন। টিম হোটেলে ফিরে দলগত উদ্‌যাপনেও অংশ নিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই পেয়েছেন মায়ের মৃত্যুর খবর।

চিটাগং কিংসের ফেসবুক পেজে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন।’

বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সও খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ২০১৮ সালে জাতীয় দলে পা রাখা খালেদ এখন পর্যন্ত দেশের হয়ে ১৫ টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলে ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন