English

22 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

ম্যাচ চলার সময় সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ায় মুশফিকের শাস্তি

- Advertisements -

ম্যাচ চলার সময় সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ায় শাস্তি পেতে হলো মুশফিকুর রহিমকে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বেক্সিমকো ঢাকার এই অধিনায়ককে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে দুই দফায় নাসুমের দিকে তেড়ে যান মুশফিক। ম্যাচের পর আম্পায়াররা আচরণবিধি ভাঙার দায়ে অভিযোগ আনেন সিনিয়র এই ক্রিকেটারের বিরুদ্ধে।
মুশফিক দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধির লেভেল ১ ভাঙার দায়ে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মুশফিক কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন। যেটি আসলে লেভেল-১ মাত্রার অপরাধ। ফলে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে বিসিবি।
তবে শাস্তির ঘোষণার আগেই সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন মুশফিক। ম্যাচ শেষেই নাসুম আহমেদের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি। নাসুমও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘মাঠের বিষয় মাঠেই শেষ’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন