নাসিম রুমি: খেলায় তখন ঝিম ধরে গেছে। একের পর এক সুযোগ মিস করছেন বাংলাদেশের ফিল্ডাররা। শ্রেয়াস আয়ার ও ঋষভ পন্থ মিলে ঝড়ো গতিতে তুলছিলেন রান। এমন সময় বল করতে আসেন মেহেদী হাসান মিরাজ।
অধিনায়ক সাকিব আল হাসান দাঁড়িয়ে পয়েন্ট অঞ্চলে। হঠাৎ ইস্টার্ন গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। ওইদিকে কাঁটাতারের বেড়া ছিল।
সেটি টপকানোর চেষ্টা তিনি করছিলেন অনেকক্ষণ ধরে। কাঁটাতার পেরিয়েই শেষ অবধি দৌড় শুরু করেন ওই দর্শক। সোজা চলে আসেন সাকিব আল হাসানের কাছে। তার পায়ে হাত দিয়ে সালাম করেন তিনি।
ততক্ষণে হাজির হয়ে গেছেন নিরাপত্তা কর্মীরা। তারা ওই দর্শককে টেনে মাঠের বাইরে নিয়ে যান। পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। কিছুক্ষণ পরই অবশ্য ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।
পরের ওভারে সাজঘরে ফেরত যান ঋষভ পন্থ। সেঞ্চুরির আগে ফেরানো যায় শ্রেয়াস আয়ারকেও। শেষ অবধি ৩১৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ভারত। সাকিব আল হাসান নেন চার উইকেট।