নাসিম রুমি: গত সপ্তাহেই চেন্নাই সুপার কিংসকে ম্যাচ জিতিয়ে ১৮তম বারের মতো ম্যাচসেরা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সপ্তাহ না ঘুরতেই বিরাট কোহলি তাকে ছাড়িয়ে গেলেন। গতকাল রবিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭ উইকেটে জয়ের ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন কোহলি। খেলেছেন ৭৩ রানের অপারজিত ইনিংস।
ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৭ রানের মাঝারি স্কোর গড়ে পাঞ্জাব। ওপেনিং জুটিতে ৪২ রান এলেও দ্রুতই ধসে পড়ে তাদের ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ১৭ বলে সর্বোচ্চ ৩৩ রান আসে ওপেনার প্রভসিমরন সিংয়ের ব্যাট থেকে। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ১০ বলে ৬ রান। চারে নেমে জস ইংলিশ করেন ১৭ বলে ২৯। তবে মিডল অর্ডারে শশাঙ্ক সিংয়ের ৩৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস প্রশ্ন জাগায়।
রান তাড়ায় নেমে দলীয় ৬ রানেই ফিল সল্টকে (১) হারিয়েছিল বেঙ্গালুরু। এরপরই বিরাট কোহলি আর দেবদূত পাড্ডিকলের ১০৩ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। ৪৩ বলে ফিফটি পূরণ করা কোহলি অপরাজিত থাকেন ৭৩ রানে। তার ৫৪ বলের ইনিংসে ছিল ৭টি চার এবং একটি ছক্কা। অন্যদিকে দেবদূত ৩৫ বলে ৫ চার ৪ ছক্কায় ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন। ৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে যায় বেঙ্গালুরু।
এই নিয়ে ১৯তম বারের মতো আইপিএলে ম্যাচসেরা হলেন বিরাট কোহলি। এই ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বাধিক ম্যাচসেরার তালিকায় রোহিত শর্মাকে সঙ্গী করে কোহলি আছেন তিন নম্বরে। দুইয়ে আছেন ক্যারিবিয়ান দানব খ্যাত ক্রিস গেইল (২২ বার)। আর ২৫ বার ম্যাচসেরা হয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবিডি ভিলিয়ার্স। চার নম্বরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গী অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।