নাসিম রুমি: বর্তমানে মাঠের লড়াইয়ে না থাকলে আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সরগরম বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান আর এশিয়া কাপের ঠিক পরেই ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। আর ভারত না খেললে, ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বলে হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।
ভারত-পাকিস্তানের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মোদির দিকে আঙুল তুলেছেন আফ্রিদি। সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘যখন থেকে মোদি ক্ষমতায় এসেছেন তখন থেকে পাকিস্তানের পক্ষে কোনও কাজ করবেন বলে আশা করা যায় না। সহজ বিষয় হলো, ইতিহাসই কথা বলবে। এর আগে বিজেপি যখন ক্ষমতায় ছিল, আগের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল।’
প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে প্রত্যাশা নেই এবং ভবিষ্যতে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করবে বলে জানান ৪৬ বছর বয়সী আফ্রিদি। ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট আয়োজনের জন্য মোদিকে অনুরোধ করেন আফ্রিদি, ‘দুই দেশের মধ্যে যেন ক্রিকেট হয় সেজন্য মোদি সাহেবকে অনুরোধ করছি।’
সাম্প্রতিক সময়ে অনেক আন্তর্জাতিক দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। সুতরাং নিজ দেশে নিরাপত্তা নিয়ে কোন উদ্বেগ নেই বলেও জানান আফ্রিদি।