নাসিম রুমি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এজন্য তাকে চষে বেড়াতে মাঠ ঘাট। ঘুরতে হচ্ছে পথে, প্রান্তরে। একইসঙ্গে সাকিবকে কাছে পেয়ে তরুণ ভক্তরা ছবি তোলার আগ্রহ নিয়ে ভিড় করছেন।
সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল একটি জনসভায় হাজির হয়েছেন সাকিব। বসে রয়েছেন মঞ্চে। এ সময় স্কুল কলেজের মেয়েরা তাকে ঘিরে ধরে একের পর এক সেলফি তুলছেন। মুখে হাসি না থাকলেও সাকিবও তাদের সে সুযোগ দিচ্ছেন।
এই সেলফি তুলতে গিয়েই একটুর জন্য সাকিবের চোখ বেঁচে গেছে। এক কিশোরী সেলফি তুলতে গিয়ে অনিচ্ছাকৃত মোবাইলের আঘাত করে ফেলেছিলেন। তাৎক্ষণিকভাবে সাকিব মুখ সরিয়ে নিয়েছিলেন, না হলে আঘাত গুরুতর হতে পারতো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। শুক্রবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাকিব। গত ১৮ ডিসেম্বর ক্রিকেট খেলার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল তার।