নাসিম রুমি: নিউজিল্যান্ড বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম চেয়েছেন ওপেনার তামিম ইকবাল ও উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয় এবং দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দলে ফিরছে মিরাজ, মুশফিক ও তাসকিন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান এই দুই ওপেনার।
বিসিবি সূত্র জানিয়েছে, চাওয়া অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তামিম-লিটনকে বিশ্রাম দেবে বিসিবি। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে মেহেদী হাসান মিরাজ। এমনকি দলে ফিরছেন মুশফিক ও তাসকিন।
তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না। সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। বিশ্বকাপের আগে চোটের ঝুঁকি বাড়াতে চান না বামহাতি এই ওপেনার। অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে সরাসরি এশিয়া কাপে যোগ দেন তিনি। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে ওপেনিংয়ে দেখা যাবে তামিম ও লিটনকে।