নাসিম রুমি: সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে বিতর্ক। ওয়ানডে অধিনায়ক এবং একসময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ তামিম ইকবালের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। সাকিব আল হাসানের জন্য এসব নতুন কিছু নয়।
বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার সবসময়ই আলোচনায় থাকেন। এসব সামলে মাঠে পারফর্ম করায় তার জুড়ি নেই। চলমান বিতর্কের মাঝে আজও তিনি আলোচনার নতুন খোরাক জোগালেন।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয়, তাকে ঘিরে মিডিয়ায় এত এত খবর থাকে- সেগুলোর মাঝে এমন কি কোনো খবর আছে যেটা শুনে সাকিবের কাছে হাস্যকর লেগেছে? জবাবে সাকিব হাসতে হাসতে বলেন, ‘আমার সম্পর্কে যা মিডিয়াতে আসে, সবই গুজব।’ তখন উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করেন যে- কোন তথ্যটা সবচেয়ে বেশি হাস্যকর? জবাবে সাকিব ফের বলেন, ‘সবগুলোই তো, আমার কাছে খুব হাস্যকর। কারণ প্রতিটিই গুজব।’
দেশ-বিদেশে সাকিবের অসংখ্য ভক্ত। অনেক উঠতি ক্রিকেটার সাকিবকে অনুসরণ করেন। কিন্তু সাকিব তার ক্যারিয়ার শুরুর আগে কাকে অনুসরণ করতেন? জবাবে সাকিব বলেন বেশ কিছু নাম, ‘ক্রিকেটের কথা যদি চিন্তা করি। একেকজন খেলোয়াড়কে অনুসরণ করা ঠিক না- তাদের খেলা থেকে শেখার চেষ্টা করতাম। ব্যাটিংয়ের দিক থেকে সাইদ আনোয়ার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ছিল। বোলিংয়ে সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরামের বোলিং পছন্দ হতো খুব। যদিও সে পেস বোলার ছিল। আর অনুপ্রেরণা বললে আব্বু-আম্মু।’