নাসিম রুমি: নব্বইয়ের দশকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বিতা ছিল শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার মধ্যে। সর্বকালের অন্যতম সেরা এই দুই ব্যাটসম্যান রোববার (১৭ মার্চ) আবার মুখোমুখি হচ্ছে ক্রিকেট মাঠে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ক্যারিবীয় ও ভারতীয় কিংবদন্তির দল।
ভারতের রায়পুরে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় টেন্ডুলকারের নেতৃত্বে ভারত মাস্টার্স লড়বে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বিপক্ষে।
সেমিফাইনাল অস্ট্রেলিয়া মাস্টার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত মাস্টার্স। অন্যদিকে লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স শেষ চারে হারায় শ্রীলঙ্কাকে। লিগ পর্বের দেখায় টেন্ডুলকারদের কাছে ৭ রানে হেরেছিলেন লারারা। লিগ পর্বের সেই ম্যাচে লারা খেললেও ছিলেন না টেন্ডুলকার। ভারত ম্যাচটি খেলে যুবরাজ সিংয়ের নেতৃত্বে।
ভারত মাস্টার্সের হয়ে পাঁচ ম্যাচে এক ফিফটিতে ১৫৬ রান করেছেন টেন্ডুলকার। অন্যদিকে লারা চার ম্যাচ খেলে ১০৭ রান করেছেন।
পাঁচ ম্যাচের চারটিতে জিতে প্রথম পর্বের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনাল উঠেছিল ভারত মাস্টার্স। সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পা রাখে টেন্ডুলকারের ভারত। অন্যদিকে লিগ পর্বে চতুর্থ হয়ে সেমিফাইনালে ওঠা লারার ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে হারায় লিগ পর্বের শীর্ষ দল শ্রীলঙ্কাকে। লিগ পর্বের দেখায় টেন্ডুলকারদের কাছে ৭ রানে হেরেছিলেন৷ লারারা। আজকের ম্যাচটি তাই লারাদের প্রতিশোধের উপলক্ষও।