মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে সোমবার (০৯ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আসেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস টেস্ট দিতে সকাল ৯টার সময় আসার কথা ছিল সাকিবের। বিশ্বসেরা অলরাউন্ডার এলেও ফিটনেস টেস্ট দেননি।
সোমবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি আরও জানান, আগামী বুধবার (১১ নভেম্বর) ফিটনেস টেস্ট দেবেন সাকিব।
তুষার কান্তি বলেন, যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড-১৯ পরীক্ষা করানো হয়নি। এছাড়াও সে (সাকিব) দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন