যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।
আর কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে খেলবেন সাকিব। সেই উদ্দেশ্যেই তার দেশে ফেরা। তাছাড়া আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। এই আসর দিয়ে সেটির প্রস্তুতিও সারবেন তিনি।
এর আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। এখন আবার মাঠে নামার পালা। জানা গেছে, সেন্ট্রাল জোনের হয়ে বিসিএল খেলবেন সাকিব।