বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দিনের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তাতেও হানা দিল বৃষ্টি।
নির্ধারিত সূচি অনুসারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও তা হতে পারেনি। এমনকি হয়নি টসও। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামায় কাভার উঠিয়ে ম্যাচ পরিচর্যার কাজ শুরু করেছিলেন মাঠকর্মীরা।
ক্রিকেটারদের মধ্যে কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে দেখা যায় মিনিস্টার গ্রুপ ঢাকার মোহাম্মদ শেহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেকজনের সঙ্গে কথা বলছেন।
এমন সময় সীমানার ভেতরে দাঁড়িয়ে ধূমপান করতে দেখা যায় আফগান উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে। সিগারেটের বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন ই-সিগারেট। মাঠে সেটাই ব্যবহার করতে দেখা যায় শেহজাদকে।
পরে বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটোগ্রাফাররা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধূমপান বন্ধ করেন।
খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটীয় আইনের পরিপন্থী। স্পোর্টসম্যানশিপের প্রচলিত রীতির সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক।