English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ভিডিও বার্তায় যা বললেন তামিম

- Advertisements -

আগামী বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। বিপিএলের সূচি অনুযায়ী বলছে, দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল। আসন্ন ২০ জানুয়ারি দুপুর দেড়টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর শের-ই-বাংলায়।

ফরচুন বরিশালের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিও বার্তায় তামিম তার দলের অবস্থাই জানিয়েছেন।

তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নেই বিপিএলের। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে যে কাজগুলো বাকি আছে, সেগুলো ঠিকঠাক করতে পারি। …আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেওয়ার।’

বিপিএলের জন্য সময় নির্ধারিত হয়েছে ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। দেশের তিন ভেন্যুতে সাত দলের এই আসর মাঠে গড়াবে। ম্যাচ হবে মোট ৪৬টি। একই সময় মাঠে চলবে আরও ৫টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন