দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নিতে ভারতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ম্যাচের এই সিরিজে কিউইদের অধিনায়কত্ব করবেন টিম সাউদি।
বুধবার জয়পুরে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত ও নিউ জিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি সোমবার জয়পুরে পৌঁছায়। ১৯ নভেম্বর রাঁচিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি, আর শেষ ম্যাচ ২১ নভেম্বর কলকাতায়।
দুটি টেস্ট হবে ২৫-২৯ নভেম্বর কানপুর ও ৩-৭ ডিসেম্বর মুম্বাইয়ে। এক বিবৃতিতে নিউ জিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘বুধবার সন্ধ্যায় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ, পরের দুটি খেলা শুক্রবার ও রোববার রাতে। লাল বলের প্রস্তুতিতে চোখ রেখে জয়পুরে টেস্ট স্পেশালিস্ট গ্রুপের সঙ্গে এরই মধ্যে উইলিয়ামসন অনুশীলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
দুই সিরিজেই কাইল জেমিসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারকে খেলতে পারেন। এছাড়া ডান কাফ ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা লকি ফার্গুসন সেরে উঠেছেন এবং টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যেতে পারে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন