English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ভারতের কোচ থাকছেন না আর দ্রাবিড়! নতুন কোচ কে?

- Advertisements -

বিশ্বকাপ ট্রফিটা হাতে নিয়েই বিদায় নিতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু দুর্ভাগ্য, সেই সুযোগটা আর পেলেন না। তবে বিশ্বকাপের আগে মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেটাতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থ্যাৎ, ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে আর চুক্তি বাড়াতে রাজি হচ্ছেন না রাহুল দ্রাবিড়। ফিরে যেতে চান জাতীয় ক্রিকেট একাডেমিতে।

ভারতীয় ক্রিকেট দলকে ভেতর থেকে বদলে দেয়ার মূল কারিগর হিসেবে ধরে নেয়া হয় রাহুল দ্রাবিড়কে। দীর্ঘদিন অনূর্ধ্ব-১৯ কিংবা ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্ব পালন করেছেন দ্রাবিড়। প্রতিভা কিভাবে তুলে আনতে হয়, কিভাবে সেই প্রতিভা লালন করে সাফল্য বয়ে আনা যায়, সে ফর্মুলা তৈরি করেছেন রাহুল দ্রাবিড়ই। আজকের ভারতীয় ক্রিকেট দল যে অমিত শক্তির অধিকারী হিসেবে গড়ে উঠেছে, তাদের যে বোলিং শক্তিও বিশ্বসেরা হয়ে উঠেছে, এর পেছনে সবচেয়ে বড় অবদান রাহুল দ্রাবিড়ের।

এ কারণে, বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, ভারতীয়রা চাচ্ছেন রাহুল দ্রাবিড়ই জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করুক। কিন্তু তিনি আর চুক্তি বাড়াতে রাজি নন বলে জানাচ্ছে ভারতীয় মিডিয়া। তার পরিবর্তে ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন, দ্রাবিড়েরই সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে তিনিই এখন ভারতের ভারপ্রাপ্ত কোচ।

বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় দলের কোচ হিসেবে ভারতীয় বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। অনুরোধ করার পরও তিনি সেই চুক্তি বাড়াতে নারাজ। বিসিসিআই’র একাধিক সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ এবং তিনি নিজের সিদ্ধান্তের কথা এরইমধ্যে জানিয়ে দিয়েছেন বোর্ডকে।

পুরো বিশ্বকাপে ভালো খেলে ‘তীরে এসে তরি ডুবেছে’ ভারতের। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার হাতে ৬ উইকেটে পরাজিত হয় রোহিত শর্মারা। এই হারে হতাশায় ভুগছে পুরো দল। রাহুল দ্রাবিড়ের কোচ না থাকা নিয়ে বিসিসিআইর সেই সূত্রটি বলছে, ‘এই পদের জন্য চরম আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ। বিশ্বকাপ চলাকালীন তিনি আহমেদাবাদে গিয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছেন। খুব শিগগিরই তিনি একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবেন এবং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন স্থায়ী কোচ হিসেবে।’

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১০ ডিসেম্বর। ভারতীয় দলের রওনা দেওয়ার কথা রয়েছে ৪ ডিসেম্বর। লক্ষ্মণই থাকবেন হয়তো তখন ভারতের কোচ।

এছাড়াও রাহুল দ্রাবিড় আর কোচের ভূমিকায় থাকতে না চাওয়া নিয়ে সূত্রটি বলছে, ‘প্রধান কোচ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা এরইমধ্যে রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন বোর্ডকে। উনি এনসিএ-তে যে ভূমিকায় আগে ছিলেন, তাতেই উনি খুশি। কারণ এর মধ্যদিয়ে উনি নিজের শহর বেঙ্গালুরুতে থাকার সুযোগ পাবেন। উনি মাঝেমধ্যেই কোচিং দেবেন তবে ফুল-টাইম কোচ আর থাকবেন না।’

এছাড়াও বোর্ডের আরো একটি সূত্র জানিয়েছে, সাবেক হেড কোচ আরও একটি আইপিএল দলের সঙ্গে কথা বলছেন দুই বছরের একটি চুক্তি নিয়ে। সেই সূত্রের বক্তব্য, ‘আমাদের কাছে যা খবর এসেছে, তাতে আমরা জানতে পেরেছি রাহুল দ্রাবিড় একটি আইপিএল দলের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে উনি হয়তো দুই বছরের একটি চুক্তিতে যেতে পারেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন