নাসিমরুমি: টান টান উত্তেজনাকর ম্যাচ হয়ে গেল ভারত-পাকিস্তানের মধ্যে। অনেকেই ইতিমধ্যে রবিবারের ম্যাচটিকে এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ ঘোষণা করে দিয়েছেন। ভারতের কাছে ৪ উইকেটে হারের পর ক্রিকেটকেই দোষারোপ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
টুইটারে রমিজ বলেছেন, ‘ক্রিকেটে হার-জিত আছে। কিন্তু আমরা সবাই জানি ক্রিকেট কতটা নিষ্ঠুর ও পক্ষপাতদুষ্ট হতে পারে। ব্যাটে-বলে পাকিস্তানের এর চেয়ে বেশি কিছু করার ছিল না। দলের চেষ্টায় আমি গর্বিত।
ভারতের ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের বলে আম্পায়ারের নো ডাকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও আইসিসির আইনে সেটা নো বল। তবু শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব মালিকরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। রমিজও কি ‘পক্ষপাতদুষ্ট’ শব্দের দ্বারা সেই নো বলের বিরুদ্ধেই অবস্থান নিলেন?