নাসিম রুমি: চোট কাটিয়ে আইপিএলে ফিরেই দারুণ পারফরম্যানরস করছেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ। ভালো বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এখন মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা পেসার।
বুমরাহর প্রশংসা করে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেছেন, ‘টানা দ্বিতীয় জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। বুমরাহ বল হাতে অসাধারণ। আরো একবার প্রমাণ করেছে কেন সে সেরা।’
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই। দলের জয় দুর্দান্ত পারফরম্যান্স করেন ওপেনার ঈশান কিশান। তিনি ৩৪ বলে ৬৯ রান করেন। চোট কাটিয়ে ফেরা সূর্যকুমার যাদব ১৭ বলে ফিফটি করেছেন। শেষ দিকে মাত্র ৬ বলে ২১ রান করেন হার্দিক পান্ডিয়া।
শচীন বলেন, ‘রোহিত ও কিশান পাওয়ারপ্লেতে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে যা রান রেটকে কমিয়ে এনেছে। ইঞ্জুরি কাটিয়ে ফেরা সূর্যকে দলে পাওয়াটা দারুণ। তার ব্যাটিং দেখতে ভালো লেগেছে। হার্দিকের ফিনিশিংও সুন্দর ছিল।’
বুমরাহ ৪ ওভারে ২১ রানে ৫ উইকেট শিকার করেন।