নাসিম রুমি: গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও খালেদ মাহমুদ সুজন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বিশেষ অনুরোধে শেষ মুহুর্তে টিম ডিরেক্টরের দায়িত্ব নেন। তবে, দলের সঙ্গে থাকলেও নীতি নির্ধারনী সিদ্ধান্তে তার তেমন ক্ষমতা ছিল না। সামনে আরও একটি বিশ্বকাপ এর আগে নিজের দায়িত্ব নিয়ে ফের মুখ খুললেন সুজন।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ বহরে তাকে দেখা যেতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমি তো পাপন ভাইয়ের কাছে মাফ চেয়েই নিয়েছি। আমি চাই পাপন ভাই আমাকে না বলুন। আমার মনে হয় তিনি জানেন। বাংলাদেশ দলে এই পজিশন দরকার নেই। খামাখা বাড়তি একটি পদের দরকার নেই।’
তিনি আরও যোগ করেন, ‘এক সময়ে জাতীয় দলে প্রয়োজন ছিল, এখন আর দরকার নেই। আমি পাপন ভাইয়ের প্রতিটি কথা সম্মান করে থাকি। আমি এবার মাপ চেয়ে নিয়েছি সত্যি বলতে। কাজটা আর করতে চাই না।’
উল্লেখ্য, খালেদ মাহমুদ সুজন নানা সময়ে বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক অবসরের পর বোর্ডের সঙ্গে যুক্ত হন। কখনও ম্যানেজার কিংবা টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেনা।
আস্তে আস্তে হয়ে উঠেছিলেন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। একাদশ নির্বাচন থেকে শুরু করে ম্যাচে বিভিন্ন পরিকল্পনায়ও তার ভূমিকা ছিল। কিন্তু, ভারত বিশ্বকাপে তেমনটা হয়নি। অনেকটা উপেক্ষিত হয়েই জাতীয় দলের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি।