টানা তিন মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পাল করছেন নাজমুল হাসান পাপন। সবশেষ ৬ অক্টোবর ২০২১ সালে তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন নির্বাচিত হয়েছেন তিনি। এবার তিনি মন্ত্রিপরিষদের মন্ত্রীও হচ্ছেন।
গতকাল বুধবার নতুন মন্ত্রিসভা গঠনে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পান অনেকে। এর মধ্যেই নাম আসে পাপনের। ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রীদের তালিকায় ২৩ নম্বরে নাম আসে পাপনের।
এরপরই জল্পনা-কল্পনা শুরু হয়েছে বিসিবির নতুন সভাপতি নিয়ে। সংশ্লিষ্টদের মতে পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে, সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানে ছেলে পাপন নির্বাচনে ১ লাখ ৯৪ হাজার ৯৪৯ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।