English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

বিসিবির বিরুদ্ধে বোমা ফাটালেন খালেদ মাহমুদ সুজন!

- Advertisements -

সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবচেয় পরিশ্রমী মানুষটির নাম খালেদ মাহমুদ সুজন। তিনি ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি ভাবেন। একই সঙ্গে তিনি নাকি ক্রিকেটারদের খুব ঘনিষ্টজন। সেই সুজনকেই নাকি এখন বিসিবির মিটিংয়ে ডাকা হয় না! না, উড়ো কোনো খবর নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন স্বয়ং এ তথ্য প্রকাশ করেছেন মিডিয়ার সামনে!

সুজনের দাবিমতে, বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকলেও তাকে গুরুত্ব দেওয়া হয় না। কমিটির মিটিংয়ে ডাকা হয় না! আজ সোমবার মনের দুঃখ প্রকাশ করে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘আমি এখনও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কি না এটাই নিশ্চিত নই। নামে আছি, কিন্তু আমার কোনো মিটিংয়ে থাকা হয় না। আমাকে ডাকাও হয় না। মাঝখানে দুই বছর ইমেইলই পাইনি। এখন অবশ্য মাঝেমধ্যে পাই।’

সম্প্রতি বাংলাদেশ দলে যুক্ত হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের নামটিও নাকি বিসিবিতে প্রস্তাব করেছিলেন সুজন। অথচ নিয়োগের সময় তাকে কিছুই জানানো হয়নি। সুজন বলেন, ‘আমি তো অপারেশন্সের ভাইস চেয়ারম্যান। আমি পরে আপনাদের কাছ থেকে জেনেছি যে দুজন কোচ নিয়োগ করা হয়েছে। আমাকে কেউ জানায়নি। আপনারা বলবেন, আমি ডিপিএলে নিয়ে ব্যস্ত ছিলাম। বায়ো বাবল সুরক্ষায় ছিলাম। কিন্তু আমার কাছে তো একটা ফোন ছিল। অথচ হেরাথের কথা আমিই প্রথমে বলেছিলাম বিসিবিকে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন