English

19 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বিশ্বের একনম্বর অলরাউন্ডার হার্দিক

- Advertisements -

নাসিম রুমি: আইসিসির টি ২০ অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে এখন হার্দিক পান্ডিয়া। টি ২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় অলরাউন্ডারের মুকুটে যোগ হলো নতুন পালক। ভারতীয় দলের সহঅধিনায়ক হার্দিক বিশ্বকাপে ব্যাটে-বলে দলের জয়ে অবদান রেখেছেন। তারই পুরস্কার পেলেন হার্দিক। টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলে সমস্যায় পড়েছিলেন হার্দিক। ব্যাটে-বলে সাফল্য পাচ্ছিলেন না তিনি।

সেই সঙ্গে নেতৃত্ব নিয়েও সমস্যায় পড়েছিলেন। সব সমস্যা কাটিয়ে তিনি এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। টপকালেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। যিনি এখন দ্বিতীয় স্থানে। অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি ২০ বিশ্বকাপের পর তিনি এক ধাপ উঠেছেন।

বোলিংয়ে টি ২০ সেরা আদিল রশিদ। ইংরেজ স্পিনার নিজের জায়গা ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আনরিখ নর্কিয়ে। সাত ধাপ উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার বোলার। টি ২০ ব্যাটিংয়ে সেরা ট্রাভিস হেড।

দ্বিতীয় স্থানে নেমে গেছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মাঝেই এই পরিবর্তন হয়েছিল। ব্যাটিংয়ে তৃতীয় স্থানে ফিল সল্ট। চতুর্থ স্থানে বাবর আজম। আর পঞ্চমে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন