প্রথম কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে ২০২৩ সালে ভারত বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেখানে নিপুণ দক্ষতায় সামলেছেন দায়িত্ব। এবার আবারও তাকে বড় দায়িত্ব দিল আইসিসি। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠেয় সিরিজে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে সৈকতকে।
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। সেখানে ২টি টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সিরিজটি শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে দারুণ কৃতিত্ব দেখিয়ে চলেছেন সৈকত। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে মোট পাঁচ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। টেলিভিশন আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিন ম্যাচে।
বর্তমানে আইসিসির ইমার্জিং প্যানেলের সদস্য ৪৭ বছর বয়সী সৈকত। ২০১০ সালে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। সেটি ছিল বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ। এরই মধ্যে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০টি ম্যাচ পরিচালনা করার কীর্তি গড়েছেন তিনি। আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছেন সৈকত।