গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। বাজে পারফরমেন্সের কারণে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল। শোয়েব আখতারের মতে, গতবার ভারতের একাদশ বাছাই করার পেছনে কোনো ভাবনাচিন্তা ছিল না। চলতি বছরের বিশ্বকাপে যদি ভারত দল নিয়ে যা খুশি তাই করে, তাহলে আবারও তাদের ডুবতে হবে বলে হুঁশিয়ার করেছেন শোয়েব।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হরভজন সিংহের সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারত যেমন খুশি দল নিয়ে খেলতে পারে না। গত বিশ্বকাপে এটাই হয়েছিল। গুরুত্ব দিয়ে দল বাছতে হবে। যারা দলে থাকবে, সকলকে নিজেদের দায়িত্ব জানতে হবে। মনে হয় রোহিতরা গুরুত্ব দিয়ে শক্তিশালী একাদশই বেছে নেবে। তারা নিশ্চয়ই পাকিস্তানকে ম্যাচ ছেড়ে দিতে চাইবে না। ‘
ভারত-পাকিস্তানের খেলা হবে মেলবোর্নে। সেই ম্যাচের কৌশল নিয়ে শোয়েব বলেছেন, ‘এমসিজির উইকেট বেশ ভালো। পাকিস্তান পরে বোলিং করলেই ভালো করবে। তাতে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা বাড়বে। কারণ, মাঠের এক লক্ষ দর্শকের মধ্যে ৭০ হাজারই থাকবেন ভারতের সমর্থক। পরে ব্যাট করলে তাদের বিরামহীন চিৎকার চাপে ফেলতে পারে পাকিস্তানকে। ‘