নাসিম রুমি: দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি প্রথমবার বিশ্বকাপের মতো আসরে শূন্য রানে সাজঘরে ফিরেছেন। রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডেভিড উইলির বলে আউট হন তিনি। সেইসঙ্গে ভারতীয় দলেও বড় ধাক্কা নেমে আসে।
এর আগে কোনও বোলার ওডিআই হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ, কখনও বিরাটকে শূন্যতে সাজঘরে ফেরাতে পারেননি।
এবারের বিশ্বকাপে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিরাট। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে করেছেন অর্ধশতরান, রয়েছে একটি শতরানও। রোববার ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রিয় তারকা বড় রান করবেন, আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু সেই আশা পূরণ হলো না। জল ঢেলে দিলেন ডেভিড উইলি।
ডেভিড উইলিই প্রথম বোলার, যিনি বিরাট কোহলিকে বিশ্বকাপের মঞ্চে (ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে) শূন্য রানে আউট করলেন। এমন কৃতিত্বের নজির আর কোনও বোলারের নেই। কারণ কোহলি এর আগে টি-টোয়েন্টি বা ওডিআই বিশ্বকাপে কখনও শূন্য করে সাজঘরে ফেরেননি।