নাসিম রুমি: শুরু হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণগণনা। ২০১৯ সালের দুই ফাইনালিস্টি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের এখনো ২ মাসের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।
কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটের সাবেক তারকারা। সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাও।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকগ্রা জানিয়েছেন, তার দেশ অস্ট্রেলিয়া ছাড়াও এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার জন্য তার কাছে দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড।
ম্যাকগ্রা বলেন, ‘এটা মোটেও বিস্ময়কর নয় যে আমি সেরা চারের মধ্যে অস্ট্রেলিয়াকে রাখছি। অবশ্যই, ভারত তাদের নিজেদের চেনা কন্ডিশনে খেলছে (তাদের রাখতে হবে)। ইংল্যান্ডও অসাধারণ ক্রিকেট খেলছে এবং পাকিস্তানের খেলাও দারুণ। তাই তারাই (বিশ্বকাপে) সেরা চার দল।
আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে।