নাসিম রুমি: র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা– সব সূচকেই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। অসম শক্তির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচ হলেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে লড়াকু মনোভাব দেখাতে চাইছে বাংলাদেশ দল।
১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেলব। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল।’ আজ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে লাল-সবুজের দলটি।
অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিপক্ষ মানছেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা, ‘অস্ট্রেলিয়া অনেক কঠিন দল। এটা নিশ্চিত, তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করেই খেলবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, কোনোভাবেই যেন লড়াকু মনোভাবে ঘাটতি না দেখা দেয়। খেলোয়াড়দের নিজেদের করণীয়টা ঠিকমতো করতে হবে। নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে পার্থে ৫-০ আর ঢাকায় ৪-০ গোলে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা। অধিনায়ক জামাল ভূঁইয়া সেই দুটি ম্যাচেরই সাক্ষী ছিলেন।
জামাল অবশ্য আট বছর আগের সেই বাংলাদেশ দলের সঙ্গে এবারের বাংলাদেশ দলের পার্থক্য দেখেন, ‘এবার সম্পূর্ণ ভিন্ন একটা দল নিয়ে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি।
আগেরবারের সঙ্গে এবারের দলের অনেক পার্থক্য। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেলব। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। বছরের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতেই অস্ট্রেলিয়া যাচ্ছি।