নাসিম রুমি: বিশ্বকাপ যাত্রা শেষ করে আপাতত দর্শক হয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। আগের তিন বিশ্বকাপে তিনটি করে জয় পেলেও, এবার তাদের মাত্র দুটিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। সেমিফাইনালে খেলার আশার ফানুস নিয়ে গেলেও, ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ বিদায় নিয়েছে টেবিলের আট নম্বরে থেকে।
হতাশার পারফরম্যান্সের পরও বড় অঙ্কের অর্থ আয় করেছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের প্রাইজমানি থেকে বাংলাদেশ এবার প্রায় দুই কোটি টাকা পাচ্ছে।
চলমান বিশ্বকাপ আসরের জন্য মোট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি টাকা প্রাইজমানি বরাদ্দ রেখেছে আইসিসি। সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া প্রতিটি দল পাবে এক লাখ ডলার বা প্রায় এক কোটি ১০ লাখ টাকা। এছাড়া রাউন্ড রবিন লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল ৪০ হাজার ডলার করে পেয়েছে।
বাংলাদেশ এবারের আসরে ৯টির মধ্যে দুটি ম্যাচ জিতেছে। এছাড়া প্রথম রাউন্ডে খেলার জন্য বরাদ্দ মিলিয়ে তাদের প্রাপ্ত অর্থ দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৮০ হাজার ডলার বা এক কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা। এটি চলতি আসরে কোনো দলের সর্বনিম্ন প্রাপ্ত অর্থ। এখন পর্যন্ত বাংলাদেশসহ তিনটি দল দুই ম্যাচ করে জিতেছে। শ্রীলঙ্কা সবার আগে বিশ্বকাপ শেষে দেশে ফিরলেও, আরেক দল নেদারল্যান্ডস আজ (রোববার) মুখোমুখি হয়েছে ভারতের।