নাসিম রুমি: বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নতুন জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ইতোমধ্যেই আঙটিবদল সেরেছেন এই তারকা ক্রিকেটার, শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
মিডিয়ার সঙ্গে আলাপকালে জ্যোতি তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে হাসিমুখে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই এনগেজড। খুব শিগগিরই বিয়ে করছি, হ্যাঁ, খুবই শিগগির।’
বিয়ের দিনক্ষণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা ব্যাটার বিয়ের পর মাঠের লড়াই চালিয়ে যাবেন কি না, সেটিও কৌতূহলের বিষয়।
নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ দল অনেক স্মরণীয় জয় পেয়েছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। ভক্তরা তাকিয়ে আছেন, কবে শুভক্ষণটি আসে!