English

16 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- Advertisement -

বিবাহবার্ষিকীতে সাকিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস শিশিরের

- Advertisements -
ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের প্রেম কাহিনী বাংলাদেশে কমবেশি সবারই জানা। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের বন্ধুত্বের শুরু, যা পরে গড়ায় প্রেমে। সাকিব যখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছিলেন, তখনই তাদের প্রথম দেখা। এরপর সেই সম্পর্ক ২০১২ সালের ১২ ডিসেম্বর, অর্থাৎ ১২.১২.১২ তারিখে বিবাহবন্ধনে রূপ নেয়।
২০১২ সালের ১২ ডিসেম্বর, অর্থাৎ ১২.১২.১২ তারিখে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ তাদের দাম্পত্য জীবনের ১২ বছর পূর্ণ হলো। এদিন উম্মে আহমেদ শিশির তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন,  ‘আমি যখন এটা লিখছি, তখন ঘড়িতে রাত ১২টা ১২ মিনিট (স্থানীয় সময়)।
১২ বছর আগে ১২.১২.১২ তারিখে আমাদের গল্প শুরু হয়েছিল, প্রথমবার দেখা থেকে আমাদের বিয়ে পর্যন্ত, এবং আলহামদুলিল্লাহ, আমরা সবচেয়ে সুন্দর পরিবারটি গড়েছি। আমরা সবকিছু পেরিয়ে একসঙ্গে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে, হৃদয় দিয়ে হৃদয় মিলিয়ে এগিয়ে চলেছি। সারাজীবনের জন্য প্রতিজ্ঞা করেছিলাম যে, কখনো একে অপরকে ছেড়ে যাব না। তোমার প্রতি আমার ভালোবাসা অতুলনীয়, এবং প্রতিদিন, সারাদিন আমি তোমাকে ভালোবাসি! আমাদের ১২ বছর পূর্তি শুভ হোক।
আলহামদুলিল্লাহ।’

তাদের সংসারজীবন সবসময় আলোচনায় থেকেছে। কিছুদিন আগে সাকিবকে ঘিরে পরকীয়ার গুঞ্জন উঠলেও শিশির তা শক্তভাবে অস্বীকার করেছিলেন। যদিও একসময় তার ফেসবুক থেকে সাকিবের সব ছবি সরিয়ে নেওয়া হয়েছিল।দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সাকিব আল হাসান এখন জাতীয় দলের বাইরে রয়েছেন।

তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিকেটের বাইরেও তিনি তার দাম্পত্য জীবন নিয়ে সুখে দিন কাটাচ্ছেন।  বর্তমানে এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। 
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন