নাসিম রুমি: পারিশ্রমিক নিয়ে বিপিএলে নানা কেলেঙ্কারি যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দায়িত্ব গ্রহণের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন, পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ আর দেখা যাবে না। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। বরং চট্টগ্রাম পর্ব শুরুর আগে পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতার কারণে অনুশীলন বর্জন করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা!
আজ বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকাল ১০টায় রাজশাহীর অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে ৯টা ৪৮ মিনিটে মিডিয়া ম্যানেজার মেসেজ দিয়ে অনুশীলন বাতিল হওয়ার তথ্য জানান। পরে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ক্রিকেটারদেরকে দেওয়া চেক বাউন্স হওয়ায় তারা অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। সঙ্গে ১০ দিনের দৈনিক ভাতাও বকেয়া আছে!
আরও জানা গেছে যে, বিপিএল মাঝপথে চলে এলেও দেশি এবং বিদেশি ক্রিকেটাররা এখনো কোনো টাকা পাননি। তবে দলটির কোচিং স্টাফ নাকি ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট স্থানীয় ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দিয়েছিলেন। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় অনুশীলন বর্জন করেছেন রাজশাহীর ক্রিকেটাররা।