English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিপিএলে মাশরাফী দল পেলেও, কপাল পুড়লো সাকিবের

- Advertisements -

নাসিমরুমি: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরকে সামনে রেখে দল কেনার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকায় দেখা গেল সাকিবের মোনার্ক মার্ট দল পায়নি। দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, কয়েক বন্ধু মিলে ফিউচার স্পোর্টসের মালিকানায় দল গঠন করেছেন তিনি।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে। ‘বরিশাল’ ফরচুন বরিশাল স্পোর্টস লি., ‘খুলনা’ মাইন্ডট্রি লি., ‘ঢাকা’ প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি., ‘সিলেট’ ফিউচার স্পোর্টস বাংলাদেশ খুলনা মাইন্ডট্রি লি. লি., ‘রংপুর’ টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ), ‘চট্টগ্রা ‘ ডেলটা স্পোর্টস লি., ‘কুমিল্লা’ কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের অধীন দল গঠন করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সাতটি ফ্র্যাঞ্চাইজিবরিশাল ফরচুন বরিশাল স্পোর্টস লি.
খুলনা মাইন্ডট্রি লি.ঢাকা প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.সিলেট ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি.রংপুর টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ)-চট্টগ্রাম ডেলটা স্পোর্টস লি. এবং কুমিল্লা লিজেন্ডস লি.।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন