২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের জাতীয় দলের সাবেক এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ক্রিকেটের পাশাপাশি কৃষি, পোল্ট্রি, পোশাক, জিমসহ বিভিন্ন খাতে নানা উদ্যোগ নিয়েছেন ধোনি।
গত কয়েকমাস ধরেই গুঞ্জন, এবার চলচ্চিত্র প্রযোজনায় নামছেন তিনি। সম্প্রতি নিউজ এইটিন একটি প্রতিবেদনে বলেছে, মহেশ বাবু ও বিজয়ের ছবি প্রযোজনা করতে চান ধোনি। এ নিয়ে আলোচনাও চলছে। তবে বিষয়ে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এর আগে খবর বেরিয়েছিল লেডি সুপারস্টার নয়নতারার ছবি প্রযোজনা করতে আগ্রহী ধোনি। নিউজ এইটিন জানিয়েছে, শুধু নয়নতারা নয়, কলিউডের বিজয়, টলিউডের মহেশবাবু, মালায়লম তারকা পৃথ্বীরাজ, কানাড়া তারকা কিচ্চা সুদীপের ছবিও প্রযোজনা করতে চান ধোনি।