English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

বাবা হচ্ছেন নাসির হোসেন

- Advertisements -

বাবা হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ডিভোর্স না হওয়া সত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার হাজিরা দেন। এদিন তারা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নিয়মিত আদালতে আসতে অসুবিধা হচ্ছে জানিয়ে তিন জনই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। কারণ হিসেবে তার আইনজীবী বলেন, ‘তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।’ এ সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়। আর সুমি আক্তারের পক্ষে বলা হয়, তিনি বয়স্ক নারী। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এর বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী।

এদিকে, আজ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু আসামিপক্ষের আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২৪ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন