গত বছরের এশিয়া কাপের ঘটনা। যে উচ্চাশা নিয়ে পাকিস্তান টুর্নামেন্ট শুরু করেছিল সেটি পূরণ হয়নি। সুপার ফোরে খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাবর আজমের দলকে। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে শুরু করলেও ভারতের বিপক্ষে হেরেছে ২২৮ রানের বিশাল ব্যবধানে। আর ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলেছে শ্রীলংকা।
গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল, সেই ম্যাচের পর টিম মিটিংয়ে দলের এমন অবস্থার পেছনে কিছু সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক বাবর আজম। যার জবাবে পাকিস্তানের অন্যতম পেসার শাহীন আফ্রিদি বাবরকে পরামর্শ দেন, যারা ভালো পারফরম্যান্স করেছে তাদের কথাও উল্লেখ করতে। কথার মধ্যে এভাবে কথা বলা বিষয়টি ভালোভাবে নেননি বাবর। সে সময় নাকি তিনি বলেছিলেন, ‘আমি জানি কে ভালো খেলেছে’। শোনা যায়, বিষয়টির মধ্যস্ততায় এগিয়ে আসতে হয় দলের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। তিনি চেষ্টা করেন পরিস্থিতি ঠান্ডা করার।
বিষয়টি নিয়ে পরে বাবর বলেছিলেন, ‘সবাইকেই সম্মান দেওয়া হয়। আপনি দেখুন, যখন কোনো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করার পরও আমরা হেরে যাই তখন মিটিং করা একটি নিয়মিত ঘটনা। কিন্তু মাঝে-মধ্যে এটি এমনভাবে দেখানো হয় যেন আমরা নিজেরা নিজেরা লড়াই করেছি। এমন হওয়া উচিত নয়। সবার জন্য সম্মান অবিচল থাকা উচিত। আমরা আমাদের পরিবারকে যতটা ভালবাসি ততই একে অপরকে ভালবাসি।’
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাহীন আফ্রিদিও। পিএসএল চলাকালে একটি পডকাস্টে গতিময় এই পেসার বলেন, ‘অন্য কারো কাছে কোনো কিছু প্রমাণ করার দরকার নাই আমাদের। আমরা জানি যে আমরা যখন মিটিংয়ে থাকি, আমরা দলের পক্ষে কথা বলি।
আমাদের কাছে সবার ওপরে পাকিস্তান। আমরা দুজনেই জানি আমাদের পারফর্ম করতে হবে এবং পাকিস্তানের নাম বাড়াতে হবে। তাই, আমাদের দেশের জন্য যা দিতে হবে, আমরা নিজেরাই দেব, অন্য কাউকে তার জন্য আসতে দেব না।’
পাকিস্তান ক্রিকেট দলকে পরিবারের সঙ্গে তুলনা করে শাহীন বলেন, ‘কেন আমরা ক্রিকেট খেলি? আমরা পাকিস্তানের হয়ে খেলি। পরিবারের মধ্যে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়, পাকিস্তান দলও আমাদের পরিবার। এর জন্য আমাদেরই সবকিছু ঠিক করতে হবে।’