নাসিম রুমি: পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের ভক্তকুলের অভাব নেই। তেমনই আছে প্রচুর সমালোচক। পাকিস্তানের ক্রিকেটে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয়। কিন্তু বাবর আজমকে নিয়ে কেউ ঠাট্টা-তামাশা করলে খারাপ লাগে পাকিস্তানের উঠতি অভিনেত্রী, মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুয়া জাহরার।
পাকিস্তানি রান মেশিনের একনিষ্ঠ ভক্ত হলেন জাহরা। পাকিস্তানের টিভি চ্যানেল ‘এআরওয়াই জিন্দেগিসে’ -এর একটি অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কোনো ক্রিকেটারের ওপর তিনি ক্রাশ খেয়েছেন কিনা? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। একজনই আছেন, বাবর আজম। তাকে আমার অনেক বেশি ভালো লাগে এবং লোকে তাকে নিয়ে ঠাট্টা করলে সেটা আমার ভালো লাগে না।’
বাবরের বিরুদ্ধে এর আগে নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল। তাছাড়া পাকিস্তানের টিভি অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর বলেছিলেন, বাবরের থেকে বিয়ের প্রস্তাব পেলে তিনি প্রত্যাখান করবেন। কিন্তু ২৬ বছর বয়সী জাহরা বলেছেন, ‘কেউ তাকে (বাবরকে) নিয়ে বাজে কথা বললে সহ্য হয় না; মনে হয় হৃদয়টা ছিঁড়েখুঁড়ে গেল! আর কোনো ক্রিকেটারকে আমি পছন্দ করি না।’