English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার পেয়েছি: পাপন

- Advertisements -

প্রথমবারের মতো আয়োজিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেরা ফেডারেশন/সংস্থা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার গ্রহণ করেন। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার তিনি আজ পেয়েছেন।

শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে  ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।

৭ টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। সেরা ফেডারেশন/সংস্থার পুরস্কার গ্রহণ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘বাংলাদেশ ক্রিকেট দল যখন কোনো কিছু অর্জন করে তখন স্বাভাবিকভাবেই সারাদেশের মানুষের মতো আমরাও অত্যন্ত আনন্দিত হই। খুব ভালো লাগে।’

‘আমাদের দেশে কিন্তু অনেকগুলি পুরস্কার আছে। অনেক বড় বড় পুরস্কার সেগুলি। স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অনেক পুরস্কার আছে। কিন্তু আমার কাছে মনে হয় শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এটা ক্রিকেট এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার এবং সময়টাও বেশি ভালো লাগছে।’

‘অস্ট্রেলিয়ার মতো দলের সাথে পরপর দুটি ম্যাচ জিতে আজ এ পুরস্কার নিতে পারছি। উল্টোটাও হতে পারত। তখনও ভালো লাগত। কিন্তু জয় পাওয়ায় অনুভূতিটা অন্যরকম।’

উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে ক্রিকেট থেকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ পেয়েছেন যুববিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন