ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টি এখনও চলছে, বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি খারাপ হওয়ায় রাজ্যের বরোদায় পানিবন্দি হয়ে পড়েছিলেন ভারতীয় নারী দলের স্পিনার রাধা যাদব। অবশেষে ভারতীয় বিপর্যয় মোকাবিলা দল তাকে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়ার খবর সামাজিক যোগাযোমাধ্যমে রাধা নিজে জানিয়ে লিখেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম। আমাদের উদ্ধার করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ধন্যবাদ।’
পাশাপাশি রাধা একটি ভিডিও দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, বরোদায় অনেক বহুতলের একতলা পানির তলায়। ডুবে গেছে গাড়ি। তার মধ্যে দিয়েই নৌকায় করে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
একটানা ভারী বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে গুজরাটের বহু নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে। তিন দিনে গুজরাট থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৮ হাজার বাসিন্দাকে।