নাসিম রুমি: ক্রিকেটের তিন ফরম্যাটের ভেতর টি-টোয়েন্টিতে বাংলাদেশকে দুর্বল দল হিসেবেই গণ্য করা হতো। সেই টি-টোয়েন্টিতেই কিনা বাংলাদেশ হোয়াইটওয়াশ করলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের যেন বলে-কয়ে হারিয়ে সিরিজ জিতলো সাকিব আল হাসানের বাংলাদেশ।
ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা উপহার দেওয়ায় ক্রিকেটারদের জন্য বড় অংকের পুরষ্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পুরষ্কারের অংকটা ঠিক কি পরিমাণ তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি এখনও।
সিরিজের তৃতীয় ম্যাচ শেষে গনমাধ্যমের সামনে টাইগারদের পুরষ্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, প্রথমবার কোনো দলকে সিরিজ হারালে বা বড় অর্জনে সবসময়ই আলাদা পুরষ্কার দেওয়া হয় ক্রিকেটারদের। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমপবার জিতেছে ওরা(বাংলাদেশ দল), তাই ওদেরকে এবারও পুরষ্কার দেওয়া হবে।
পুরষ্কারের পরিমাণ কেমন হবে সেটি অবশ্য পরিষ্কার করে জানায়নি বিসিবি বস। তিনি বলেন, ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন, তাদেরকেই হোয়াইটওয়াশ করা হলো। ক্রিকেটাররা একটু বেশি চেয়েছে এবার। যেটা ওরা পেয়ে থাকে সেটাই পাবে। তবে এবার ব্যক্তিগত পারফরম্যান্স বোনাসটাও আলাদা আলাদাভাবে পাবে। তবে সেটা কত হবে তা এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জানানো হবে সেটি।