English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ফেসবুকে ‘না খেলার কথা’ দেখে হাসিই পায় সাকিবের

- Advertisements -

সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার শেষ নেই। সবশেষ আলাপ জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে তার না খেলা নিয়ে।

এই অলরাউন্ডার এ সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বলে খবর বের হয়। আন্তর্জাতিক ম্যাচ না খেলে ডিপিএলে তার খেলা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব সেটি দেখেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা দেখে হাসি পেয়েছে বলে জানিয়েছেন তিনি। মূলত এ বিষয়ে কোচ, অধিনায়কদের সঙ্গে কথা বলেছেন সাকিব। তাদের সঙ্গে আলোচনা করেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাকিব।

যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি। ’

‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব…আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা। ’

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব। এই সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশ দলের জন্য। এমন সিরিজের শুরু থেকে সাকিবের না থাকা নিয়েও নানা প্রশ্ন আছে। তবে সাকিব বলছেন, প্রস্তুতির জন্যই ডিপিএলে খেলবেন তিনি।

সাকিব বলেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এ ছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন