English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

প্রোটিয়াদের হারাতে যে পরামর্শ দিলেন তামিম ইকবাল

- Advertisements -

বিশ্বকাপে সুপার ৮-এ উঠতে প্রটিয়াদের বিপক্ষে আজকের ম্যাচটি গুরুত্বপূর্ন টাইগারদের। এখন পর্যন্ত বিশ বিশের খেলায় দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই এই ম্যাচে জয় পেলে এটিই হবে প্রথম।

নিউইয়র্কের মন্থর মাঠে জয় পেতে টাইগারদের বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তার মতে, উইকেটে টাইগারদের বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন বলে বাংলাদেশও ভালো বোলিং করছে।

ক্রিকইনফোর সঙ্গে ম্যাচ পূর্ববর্তী আলোচনায় তামিম বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের চার ওভার এবং মোস্তাফিজ খুবই গুরুত্বপূর্ণ।

তারা (সাউথ আফ্রিকার ব্যাটার) হয়ত রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার। আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না, কারণ ডি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে।’

তামিম আরো বলেন, ‘তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে।

অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে।’

একই অনুষ্ঠানে বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। তিনি বলেন, ‘এই উইকেটে সে সহায়তা পাবে।

আর ফিজ তো বিশ্বমানের একজন। তার বোলিংয়ে সব ধরনের স্কিল ও বৈচিত্র্য আছে। আমি নিশ্চিত সাউথ আফ্রিকার ব্যাটাররা তার বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না।’

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে আজ রাতের ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরিফুল খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্টের সদস্যরা বাঁহাতি পেসারকে উৎসাহিত করেছেন। ফিট থাকলে শরিফুলের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ দক্ষিণ আফ্রিকার ডি কক ও ডেভিড মিলার ছাড়া বাকি সবাই ডানহাতি ব্যাটার। সে ক্ষেত্রে বাঁহাতি বোলাররা এই ম্যাচে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। শরিফুল একাদশে ফিরলে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বল করেছেন তিনি। তবে দল এবং কন্ডিশন বিবেচনায় কপাল পুড়তে পারে জুনিয়র সাকিবের।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পরও একাদশে থাকতে পারেন ওপেনার সৌম্য সরকার। কারণ নিউ ইয়র্কের স্লো পিচে একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলতে চাইবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন