পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরে গেছে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে টানা ১২ ম্যাচ হারের পর প্রথম জয় পেল পাকিস্তান। এই হারে স্বাভাবিকভাবে বিস্মিত ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্ন তাকে আরো হতভম্ব করল।
প্রশ্নটা ছিল রোহিত শর্মাকে একাদশে রাখা নিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শাহীন শাহ আফ্রিদির বলে শূন্য রানে আউট হন ভারতীয় ওপেনার। পাকিস্তানি সাংবাদিক কোহলিকে প্রশ্ন ছিল এমন-
সাংবাদিক: দল নির্বাচনের ব্যাপারে প্রশ্ন, ইশান কিষাণ প্রস্তুতি ম্যাচগুলোতে খুব ভালো খেলেছিল। আপনি কি মনে করেন যে সে রোহিত শর্মার চেয়ে ভালো করতে পারত?
কোহলি: এটা খুবই সাহসী একটা প্রশ্ন। আপনি কী মনে করেন, স্যার?
সাংবাদিক: আমি আপনাকে জিজ্ঞাসা করছি, স্যার।
কোহলি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আপনি রোহিত শর্মাকে বাদ দিবেন? আপনি রোহিত শর্মাকে বাদ দিবেন? আপনি কি জানেন আমাদের খেলা শেষ ম্যাচে সে কী করেছিল? জানেন? অবিশ্বাস্য। আপনি যদি বিতর্ক চান, তাহলে আগেভাগে বলুন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি।
প্রশ্ন শুনে বিস্ময়ে চোখ বড় করে ফেলেন কোহলি। এক কথায় হতবাক ভারত অধিনায়ক।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন