English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তামিম!

- Advertisements -

নাসিম রুমি: বিশ্বকাপ দল ঘোষণার একেবারে আগমুহূর্তে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। দেশ সেরা ওপেনারের সঙ্গে যা যা হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ১৯ নভেম্বরের পর কথা বলবেন তামিম। এমনটায় জানায় দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে।

বিশ্বকাপে একের পর এক ম্যাচে যখনই বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে, তখনই সমর্থকরা তামিমের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে। তামিমকে যে তারা ‘মিস’ করছেন, ধর্মশালা, চেন্নাই বা মুম্বাইয়ের মাঠে পোস্টার তুলে ধরে বাংলাদেশ সমর্থকরা সেটা জানাতেও দ্বিধা করেনি।

এখন প্রশ্ন হলো বিশ্বকাপের পরে বাংলাদেশের জাতীয় দলে তামিমের ফিরে আসার সুযোগ কতটা?

দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে; বিসিবির সূত্র বলছে, তামিমের দলে ফেরা নিয়ে তার কাছে জানতে চাইলে; তামিম এর সুস্পষ্ট উত্তর দেননি। এ সময় আরও জানান, ১৯ নভেম্বরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তমিম।

আরও জানা যায়, এ যাবৎ তামিমের সঙ্গে যা হয়েছে তা ওভারফোনে তামিম প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এবং তামিম বলেছেন, এ নিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন তা পালন করবেন। এদিকে বিসিবির সেই কর্তা উল্লেখ করে জানান, হাথুরু থাকলে জাতীয় দলে আর ফিরবেন না তামিম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন