আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
বহু আন্তর্জাতিক ম্যাচ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের অভিজ্ঞতা আছে সৈকতের। তবে এবারই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। সেটাও আবার উদ্বোধনী ম্যাচে প্রথমবার। এর আগে ২০১৮ সালে তিনি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সী সৈকতকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও।