English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

প্রথম আফগানী হিসেবে আইসিসির বর্ষসেরা আজমতউল্লাহ

- Advertisements -

নাসিম রুমি: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেই নিজের আগমনী বার্তার জানান দিয়েছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। সেই ধারা অব্যাহত রাখেন গত বছরের পুরোটা জুড়েই। অনবদ্য ক্রিকেট শৈলী প্রদর্শনের পুরস্কারও জিতলেন এবার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছে আজমত। তার ডানহাতি পেস বোলিং আর মিডল অর্ডারে বৈচিত্র্যময় ব্যাটিং বছরজুড়ে ওয়ানডেতে আফগানদের উত্থানের পেছনেও রেখেছে দারুণ অবদান।

২৪ বছর বয়সী আজমত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটে রহমানউল্লাহ গুরবাজের পর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। একই সঙ্গে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। আর এর ফলে ২০২৪ সালে খেলা ৫টি সিরিজের ৪টিতেই জয় পায় আফগানরা।

২০২৪ সালে ১৪ ম্যাচে ৫২.১২ গড়ে ৪১৭ রান করেন আজমত। ৩ ফিফটির সঙ্গে ১টি সেঞ্চুরি করেন। শ্রীলঙ্কাকে হারানো ম্যাচে খেলেন বীরত্বপূর্ণ অপরাজিত ১৪৯ রানের ইনিংস। বল হাতে ২০.৪৭ গড়ে শিকার করেন ১৭ উইকেটে। সেরা নৈপুণ্য দেখান ১৮ রানে ৪ উইকেট শিকার করে। এই সময় আফগানরা আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৪ সিরিজ জেতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন