ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ঘনিষ্ট বন্ধু, ভারতের একসময়ের তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলিও এবার সাইবার জালিয়াতির কবলে পড়েছেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রতারক কাম্বলির কাছ থেকে তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য চেয়ে নেয়। তারপর তারকা ক্রিকেটারের একাউন্ট থেকে গায়েব হয়ে যায় ১ লাখ ১৪ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মতো।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে একজন বিনোদ কাম্বলিকে ফোন করে বলে, কেওয়াইসি (KYC) আপডেট করতে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সেই প্রতারকের কথামতো কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। সেই অ্যাপের সাহায্যে কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক একাউন্ট তো বটেই, ট্রানজেকশনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যায় সেই ব্যক্তি। চোখের পলকে সব টাকা গায়েব হয়ে যায়।’
প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে কাম্বলি সঙ্গেসঙ্গেই ব্যাংকে ফোন করে সেই একাউন্ট সাময়িকভাবে ব্লক করে দেন। এরপর তিনি বান্দ্রা থানায় অভিযোগ করেন। ব্যাংক এবং সাইবার পুলিশের সহায়তায় অবশ্য পুরো অর্থ তিনি ফেরত পেয়েছেন। আপাতত কাম্বলির ব্যাংক একাউন্ট থেকে অন্য কোন কোন একাউন্টে অর্থ ট্রান্সফার করা হয়েছিল, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ। এই ঘটনায় বান্দ্রা পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রতারককে খুঁজছে পুলিশ।