নাসিম রুমি: বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। দলের সঙ্গে মাঠে নেমেছেন শাহিন শাহ আফ্রিদিও। এর মধ্যেই সুখবর পেয়েছেন পাকিস্তানি পেসার। প্রথম সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানি পেসার। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
শাহিন ও তার স্ত্রী আনশা আফ্রিদির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার। বাবা হওয়ায় মাঠেই সতীর্থদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন শাহিন। ভক্ত-সমর্থকেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। শাহিনও মাঠেই উইকেট পেয়ে সুখবর উদযাপন করেছেন।
এমন দিনে আনন্দ ছুঁয়ে গেছে শহিদ আফ্রিদিকেও। তার বড় কন্যা আনশার সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে সংসার পাতেন শাহিন। সে হিসেবে নানা হয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট শেষ করেই করাচির উদ্দেশ্যে রওয়ানা হবেন শাহিন।ছেলের মুখ দেখতে আগামীকাল রাতেই রাওয়ালপিন্ডি ছাড়বেন এই তারকা। ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে পাকিস্তান। সেই টেস্টের আগেই সতীর্থদের সঙ্গে যোগ দিবেন শাহিন।